কবুতরের পুষ্টি ( সংগ্রহ )



আমরা কবুতর পালকরা বুঝতেই চায় না, কবুতরকে ভিটামিন, খনিজসহ অন্যান্য সম্পূরক পুষ্টি উপাদান সরবরাহ করতে হয় ৷ যা কবুতরের পুষ্টির অভাব পূরণ করবে এবং রোগ প্রতিরোধে সহায়তা করবে ৷ উনারা মানতেই চায় না, ভিটামিনের অভাবে কবুতরের রোগ হয় ৷ তাদের কথা হল "খাবার তো পর্যাপ্ত দিচ্ছি, ভিটামিনের অভাব হবে কেন ?" যদিও উনারা খাবারের পাশাপাশি ভিটামিন ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ না করে, প্রচলিত নিয়মে কবুতর পালন করে সন্তুষ্ট না ৷ তবুও যা বোঝার তা বুঝবে না ৷
.কবুতরের খাবার হিসেবে যা দেয়া হয়, তাতে কবুতর প্রয়োজনীয় সকল পুষ্টি পায় না ৷ বন্য পাখি বিভিন্ন জায়গা থেকে তাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে ৷ শুধু শস্যদানাই না, বিভিন্ন ফলমূলও খায় ৷ এমনকি ঔষুধি খাবারও খায় ৷ যা আপনি দেখতে পান না বা গোনায় ধরেন না ৷ এই প্রক্রিয়াটা পুরোপুরি প্রাকৃতিক ৷ কখন কোনটা খেতে হবে, তা বোঝার ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছেন ৷ কিন্তু গৃহপালিত পাখির ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ৷ গৃহপালিত পাখিকে আপনি যা দিবেন, তাই খাবে ৷ আপনি যদি তাদের ভিটামিন, মিনারেল না দেন , তবে পাখির মধ্যে তার অভাব থেকে যাবে এবং অভাবজনিত সম্যসায় ভুগবে ৷ কবুতরকে যে খাবারগুলো দেয়া হয়, তা থেকে কবুতর প্রয়োজনীয় পুষ্টি উপাদান (ভিটামিন, মিনারেল) পায় না ৷ ফলে কবুতরের বিভিন্ন রকম সম্যসা হয় ৷ ডিম না দেয়া, ডিম না জমা, ডিমে তা না দেয়া, নরম বা মুড়মুড়ে ডিম, ডিমের ভিতর বাচ্চার মৃত্যু, পক্ষাঘাত বা টাল, ডিম দেবার পর খুড়িয়ে হাটা বা দূর্বলতা এ সবই ভিটামিন ও মিনারেলের অভাবজনিত সম্যসা ৷
.
অনেকে বলেন, বাচ্চা কবুতরকে ভিটামিন খাওয়াতে হয় না ৷ আমরা তো জানি সুস্থ সবল বাচ্চার জন্য মাকে, বাচ্চাকে ভিটামিন আছে এমন খাবার বেশী খাওয়াতে হয়, তবে কবুতরের বাচ্চাকে কেন ভিটামিন খাওয়ানো যাবে না ? আছে কি গ্রহণযোগ্য কোন জবাব?
.
১ অনেকে কবুতরকে চিরতার পানি খাওয়ান ৷ মানুষের জন্য উপকারী অনেক কিছু কবুতরের জন্য উপকারী হলেও চিরতার পানি কবুতরের কিডনি ও লিভারের জন্য ভাল না ৷ চিরতার পানি খাওয়ালে কবুতরের হজমে সম্যসা হতে পারে, এমনকি সালমোনেলাতে আক্রান্ত হতে পারে ৷ প্রজননের সম্যসা তো আছেই ৷
.
২ অপুষ্টিজনিত (টাল, খারাপ ডিম, ডিমের ভিতর বাচ্চার মৃত্যু) সকল সম্যসা থেকে মাসিক ছক করে প্রতিমাসে নিয়মিত ভিটামিন, খনিজ উপাদান এবং অন্যান্য রোগ প্রতিরোধ মূলক ঔষুধ সরবরাহ করতে হবে ৷

Post a Comment

Previous Post Next Post