আপনার কবুতরের স্নান বা গোসল ( সংগ্রহ )



কবুতর অনেক কিছুর জন্য পরিচিত ও বিশ্ববিখ্যাত এবং বিভিন্ন কারণের জন্য এর চাহিদা দেখা যাই যেমন তারা আকার রং ও বিক্রয়ের জন্য কবুতরের পোষা পাখি হিসাবে দেখা যাই। কবুতরের যত্ন এর সাথে সাথে এর কিছু ব্যাপারে জরিত যাতে করে আমরা সহজেই অনেক সমস্যা থেকে নিরাপদ থাকতে পারি। কবুতরের পুষ্টিকর খাবার,ভিটামিন ছাড়াও আর একটি গুরুত্তপূর্ণ একটা ব্যাপারে যা আমরা অনেকেই খেয়াল রাখি না, আর সেটা কি? সেটা হল আপনার কবুতর কে নিয়মিত স্নান করান। যদিও ব্যাপারটা খুবই সাধারন কিন্তু এর গুরুত্ত অনেক, প্রাথমিক ভাবে বলা যাই যে আপনার পায়রার দেখানোর পরিকল্পনার জন্য ছাড়াও অনেক আনাখাংকিত রোগ বালাই থাকেও নিরাপদ থাকবে আপনার কবুতর। 

পায়রার মালিক তাঁর কবুতর কিভাবে গোসল/ স্নান দিবে তাঁর একটা সঠিক নির্দশনা দেওয়া হলঃ 

১। আপনার কবুতর পারি হয়তো খেয়া করবেন যে তাঁর পানির পাত্র টিতে স্নান করার চেষ্টা করছে এর এটা একটু ভাল মত কিভাবে করান যাই, যেমন একটা মাপসই ক্লিন ট্রে ক্রয় বা বানাতে হবে, সেটা প্লাস্তিক অথবা টিনের হতে পারে। ট্রে টি কমপক্ষে বারো ইঞ্চি জুড়ে অধিক সাত ইঞ্চি গভীর ট্রে নির্বাচন করুন, পরিষ্কার জল তিন বা চার ইঞ্চি সঙ্গে ট্রে পূরণ করুন, ছোট পায়রার প্রজাতির জন্য অগভীর গভীরতা ব্যবহার করুন, দৈনিক বা এটা ধ্বংসাবশেষ বা মল মিশ্রিত হলে সঙ্গে সঙ্গে নোংরা পরে জল পরিবর্তন করুন, যে জলের তাপমাত্রার ব্যাপারটা মনে রাখবেন, মাত্রাতিরিক্ত গরম বা ঠান্ডা জল ব্যবহার করা উচিত নয়। তবে ঠান্ডার সময় হাল্কা গরম পানি দেয়া যেতে পারে। 

২। আগে পায়রা আপনি গোসলের পানি অফার করুন, ধাপ এক এ উল্লিখিত হিসাবে একই কৌশল ব্যবহার করুন. স্নান আপনি ধীরে ধীরে আপনার পায়রা অভ্যস্ত করার জন্য পানি দিতে এবং আপনি এটি তাদের স্নান করার আগে তাদের সেটি প্রদর্শন করুন । সপ্তাহে আন্তত ২ থেকে ৩ দিন স্নান করান যেতে পারে। তবে যারা কোন প্রতিযোগিতাই অংশ নিতে চাই তারা অবশ্যই পাঁচ দিনের শো তারিখের আগে স্নান করান উচিৎ। এটা জল পালক তেলরং মুছে ফেলা হিসেবে পায়রা এবং এর উজজলতা ফিরে পেতে সাহায্য করবে। 

৩। স্পট-ক্লিন পায়রা staining (বিশেষ করে সাদা পালক নেভিগেশন) মুছে ফেলার জন্য. একটি হালকা শ্যাম্পু (একটি ঔষধমিশ্র ছাড়া প্রশ্রয়প্রাপ্ত শ্যাম্পু ভাল কাজ করে) ব্যবহার করুন. গরম পানি এবং শ্যাম্পু একটি ছোট পরিমাণ সঙ্গে একটি কাগজ গামছা বা নরম কাপড় Dampen. দাগী পালক (গণ) এ পায়রার এবং ডাবের ধরে থাকুন. পাখি মুখ এড়ানো, জল অথবা একটি ভিজা পরিষ্কার কাপড় একটি স্প্রে দিয়ে পরিষ্কার এলাকা পাখলান কিছুক্ষণ পর পাখি স্বাভাবিকভাবেই শুকিয়ে যাবে। যদি কবুতরের শরীরে পকা/উকুন/মাইট ইত্যাদি হয়ই তাহলে, নিম পাতা সিদ্ধ করে পানি নরমাল করে স্নান এর জন্য দিতে পারেন,ফিতকারি/পটাস/ ডেটল মিক্স পানিও এক্ষেত্রে ভাল কাজ করে। অথবা English shampoo, দিয়া স্নান করাতে পারেন এটা খুব ভাল কাজ করে। তবে শ্যাম্পু দিয়ে স্নান করানর পর ভাল ভাবে সাধারন পানি দিয়ে পরিস্কার করে নিবেন। ঠাণ্ডার সময় তোয়ালে অথবা হেয়ার দ্রায়ার দিয়ে ভাল করে শুকিয়ে নিতে পারেন। আসুস্থ কবুতরের পা গরম পানির সাথে একটু অ্যান্টিসেপ্তিক মিক্স করে ধুয়ে দিলে ভাল ফল পাওয়া যাই। সুস্থ কবুতর কে যদি স্নান করান সম্ভব নাও হয় তাহলে পা ধুয়া এবং নরমাল পানি দিয়ে স্প্রে করা উচিৎ। 

স্নান এর উপকারিতাঃ

) স্নান কবুতরের ময়লা দূর করার সাথে সাথে এর শরীরে লেগে থাকা রোগ জীবাণু/ ফাঙ্গাস/ ব্যাকটেরিয়া ইত্যাদি ধুয়ে যাই।
) স্নান কবুতরের শরীরে পানি শূন্যতা রোধ করে।
) স্নান স্নান কবুতরের শরিরকে চকচকে রাখে।
) স্নান ডিমে তা দেয়া কবুতরের স্নান অতি জরুরি,এতে ডিমের আদ্রতা বজাই থাকে ও ডিম ফুটতে সাহায্য করে।
) স্নান দেবার সময় খেয়াল রাখতে হবে যেন কানে পানি না যাই। (যখন নিজেস্নান দিবেন)।
) স্নান স্ট্রেস মুক্ত রাখবে আপনার কবুতরদের।
) কবুতর দের স্নান দিবার পর রোদে কিছুক্ষন রাখার ব্যাবস্থা করা, আর সম্ভভ হলে রদের মধ্যেই স্নান এর বাবস্থা করা।

Post a Comment

أحدث أقدم