অনেক রোগের জীবানু বহন করে এই তেলাপোকা ৷ আপনি দামি দামি খাবার খাওয়ালেন, সম্পূরক ভিটামিন ও খনিজ সরবরাহ করলেন, কিন্তু তেলাপোকা তাড়ানোর ব্যবস্থা নিলেন না ৷ আপনার দামি দামি খাবার আর ভিটামিন খনিজ আপনার কবুতরকে রক্ষা করতে পারবে না ৷ কবুতর অসুস্থ হবে, মরেও যাবে ৷ কবুতরকে বাঁচাতে তেলাপোকা দূরে রাখুন ৷
.
• সমপরিমাণ বোরিক পাউডার ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিন। এর সাথে মেশান তিন ভাগের এক ভাগ চিনি। এবার এতে সামান্য পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার তেলাপোকার আনাগোনার বিভিন্ন জায়গায় প্রয়োগ করুন। খেয়াল রাখবেন কবুতর যেন খেতে না পারে ৷
.
• তেজপাতা, এটা অত্যন্ত সস্তা এবং সুবিধাজনক তেলাপোকা মারার ঘরোয়া উপায়। সাধারণত রান্নায় সুগন্ধের জন্য তেজপাতা ব্যবহার করা হয়। তেজপাতা গুঁড়ো করে তেলাপোকা যেসব জায়গায় থাকে সেসব জায়গায় ছিটিয়ে দিতে পারেন। এর গন্ধ তেলাপোকাকে বাড়ির বাইরে বের করে দেবে। তেলাপোকা এমনিতেই চলে যাবে। মারার প্রয়োজন পড়বে না।
.
• সামান্য পানিতে এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া,একটা রসুনের কোয়া,একটা পেঁয়াজ বাটা মেশান। এটাকে এক ঘণ্টা রেখে দিন। এরপর এক টিবিল চামচ লিকুইড সাবান মেশান এবং তেলাপোকার আস্তানায় ছড়িয়ে দিন। এর গন্ধ তেলাপোকাকে দূরে তাড়িয়ে দেবে।
.
• কয়েকটি পুদিনা পাতা তেলাপকার চলাচলের জায়গায় বা যে জায়গায় এরা থাকে সেখানে রেখে দিলে এর গন্ধে পালায় বা কিছু পুদিনা পাতা পানিতে হালকা সিদ্ধ করে সেটি যদি স্প্রে করা হয় তাতে ভাল কাজ হয়। এছাড়াও নেপথলিন, কর্পূর ও দারুচিনির গন্ধ এরা সহ্য করতে পারে না।
.
• ময়দা ও বোরিক অ্যাসিড মেখে একটা ডো তৈরি করে নিন। এর ছোট ছোট লেচি কেটে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। এই লেচিতে মুখ দিলেই অক্কা পাবে তেলাপোকা। এটা খেলে অক্কা পাবে কবুতরও, তাই সাবধান ৷
.
• ঘরের কোন দেখে কাঁচের জারে অর্ধেক পানি ভরে রেখে দিন। তেলাপোকা খালি ভেবে এর ভিতরে ঢুকলেই পানিতে আটকা পড়বে। আর উড়তে পারবে না।
.
• বাজারে পাওয়া যাওয়া তেলাপোকার মারার চকও বেশ কার্যকরি ৷ তবে কবুতর যেন না খায় ৷
إرسال تعليق